মোস্তাফিজ নোমান, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশ বিদ্যা বিভাগের আয়োজনে  ৮ দিনব্যাপী ২য় নাট্যোৎসব চলছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা তাদের নির্দেশনায় তাদের নাটক পরিবেশন করছে। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স ষ্টাডিজ বিভাগের উদ্বোধনী দিনে ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম এ নাট্য উৎসবের উদ্বোধন করেন। 

নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূইয়া ইলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান। গত ৮ই মার্চ শুরু হওয়া নাট্য উৎসব চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত। উৎসবে থিয়ৈটার এন্ড পারফরম্যান্স ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন রচিয়াদের বিখ্যাত নাটক তাদের নির্দেশনায় মঞ্চস্থত করে। উদ্বোধনী দিনে হেনরিক ইবসেন রচিত ও দিদারুল হক পান্নার নির্দেশনায় নাটক এ ডলস হাউজ, মোহিত চট্যোপাধ্যায় রচিত ও প্রিয়াংকা কুন্ডুর নির্দেশনায় নাটক সোনার তরী ও মমতাজ উদ্দিন আহমেদ রচিত ও সুরাইয়া আক্তার নির্দেশিত নাটক দ্বিধা পরিবেশিত হয়।

নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভিসি প্রফেসর ড.মোহীত উল আলমের নেতৃত্বে একটি বণাঢ্য র‌্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।উদ্বোধনী দিনে হেনরিক ইবসেন এর এ ডলস হাউসের মাধ্যমে নাটক প্রদর্শনের শুভ উদ্বোধন করা হয়। পরে মোহীত চট্রোপধ্যায়ের সোনার চাবি, মমতাজ উদ্দিন আহমেদের দিধা, ব্রাত্য বসুর চতুস্কোন, ইউকিও মিশিমার লেডি আওই, বৃদ্ধবেদ বসুর প্রথম পার্থ, কাজী নজরুল ইসলামের বিদ্যাপতি, হারুন অর রমীদের পঞ্চনারী আখ্যান, মান্নান হীরার বৌ, মেহেরজান, মোহীত চট্রোপধ্যায়ের বাজপাখী, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, জ্যাপল সার্তের নো এক্সিট, টেনিসো উইলিয়ামের ফিনিক্স, উজ্জল চট্রোপধ্যায়ের জীবস্দৃতের যুক্তিপ্রকল্প, মলিয়ের ভদ্দরনোক, মোহীত চট্রোপধ্যায় বাইরের দরজা, ব্রাত্য বেল এর ফোর্থ বেল, মমতাজ উদ্দিন আহমেদের এই রোধ এই বৃষ্টি, আব্দুল্লাহ আল মামুনের এখনও ক্রীতদাস, বৃদ্ধদেব বসুর কলকাতার ইলেকট্রা, মোহীত চট্রোপধ্যায়ের লাঠি, সেলিম আল দীনের লাঠি নাটক পরিবেশীত হয়।

বৃদ্ধদেব বসু রচিত প্রথম পার্থ নাটকের নির্দেশক রোমানা আক্তার বলেন-আমার শিক্ষক রুহুল আমিন স্যারে সার্বিক তত্ত্বাবধানে আমার শিক্ষা জীবনের প্রথম নাটকের নির্দেশনাটি আমার সবটুকু দিয়ে উপস্থাপন করতে চেষ্টা করেছি। নাটকটির মূল বিষয় বস্তু হল ব্যক্তি স্বার্থ কি মাতার স্ণেহের চেয়ে বড় কিনা, এই নাটকের প্রতিটি চরিত্র যেন নাটকের চরিত্র নয় এটি আমাদের দৈনন্দিন বাস্তব জীবনের চোখে দেখা নিত্য দিনের বাস্তব কাহিনির চরিত্রযা আমাদের সম্মুখে ধরা পরে। নাট্য উৎসবে আমাদের বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমরা শিক্ষার্থীরা বিভিন্ন বিখ্যাত গুনী রচয়িতাদের নাটক পরিবেশন করছি। এতে আমাদের শিক্ষার্থীরা একদিকে যেমন তাদের একাডেমিক সফলতা পাবে পাশাপাশি দেশ বিদেশের বিখ্যাত সব রচয়িতাদের সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। নজরুল বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক নাট্য উৎসব শিক্ষার্থীদের প্রেরনা যোগায়।

নাট্যউৎসবের নির্দেশক রুহুল আমীন জানান, আমরা নাট্য উৎসবের মাধ্যমে শিক্ষার্থী একাডেমিক বিষযটাকেই গুরুত্ব দিয়েছি বেশী। সবার নিজের অবস্থান থেকে সর্বোচ্ছ ভাল করার চেষ্টা করেছে। প্রতিটা শিক্ষার্থী অনেক মেধাবী, নাটক নির্দেশনার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। থিয়েটার এন্ড পারফরম্যান্স ষ্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভুইয়া ইলা বলেন প্রতি বছরের ন্যায় এবারেও উৎসবমূখর পরিবেশে নাট্য উৎসব চলছে। শিক্ষার্থীরা তাদের নির্দেশনায় বিভিন্ন নাটক মঞ্চায়িত করছে।

(এমএন/এএস/মার্চ ১৪, ২০১৭)