নোয়াখালী প্রতিনিধি : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয় নিয়ে জনগণকে অবহিত করে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে মঙ্গলবার বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে জেলা তথ্য অফিস।

এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সহকারী তথ্য অফিসার কৃপাময় চাকমা, সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার হারুনর অর রশিদ, সুবর্ণচর প্রেসক্লাবের মধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, সৈকত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, মিলেনিয়াম টিভি, সময়ের কণ্ঠস্বর, নোয়াখালী প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন (সুমন), যায় যায় দিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আব্দুল বারি বাবলু, মুক্ত খবর টুয়েন্টি ফোর ডট কম এর সুবর্ণচর প্রতিনিধি আবুল বাশার, জনজমিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি ছানা উল্যাহ, সাংবাদিক ঠাকুর চন্দ্র দাস, ডাঃ আহমদ উল্ল্যাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়নমুখী কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার অনুরোধ জানান।

(এমআইইউ/এএস/মার্চ ১৪, ২০১৭)