স্টাফ রিপোর্টার : আবারও আড়াইশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৩ কোটি টাকা। এর আগে গত মাসের ২৫ তারিখে লেনদেন হয়েছিল ১৮২ কোটি ৮১ লাখ টাকা।

সূচকের উত্থান-পতনে লেনদেন চলতে থাকে এই দিন। তবে দিন শেষে সামান্য পয়েন্ট বেড়েছে মূল্য সূচক।

বাজার বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত বাজেট পরবর্তী পুঁজিবাজারে এক ধরণের অস্থিতিশীলতা কাজ করছে। কারণ বাজেটে পুঁজিবাজারের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা কোনোভাবেই ভবিষ্যতে পুঁজিবাজারকে ভালো করতে পাবরে না। সে কারণে বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন কমেই চলেছে পুঁজিবাজারের প্রতি।

(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)