লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলে নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি ঐক্যপরিষদের ডাকে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। গণঅনশন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ঐক্যপরিষদের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১০টা থেকে ৫ দফা দাবিতে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণঅনশন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সহস্রাধিক নসিমন, করিমন, আলমসাধু ভটভটি চালকেরা অংশগ্রহণ করেন।
দুপুর ১টার দিকে পানি পান করার মাধ্যমে অনশন ভাঙ্গেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা খেতমুজুর ইউনিয়নের সভাপতি মোল্যা শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান স্বপ্না সেন, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক নান্নু, নসিমন, করিমন, আলমসাধু ভটভটি ঐক্যপরিষদের সভাপতি করিমুল ইসলাম কুশল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঐক্যপরিষদের লোহাগড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চুন্নু শেখ, কালিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
ঐক্যপরিষদের ৫দফা দাবির মধ্যে রয়েছে- নসিমন, করিমন, আলমসাধু ভটভটির আইনগত বৈধতা প্রদান, চালকদের লাইসেন্সসহ মহাসড়কে মালামাল পরিবহনের অনুমতি দান, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কের বিকল্প সড়ক তৈরির উদ্যোগ গ্রহণ।
(আরএম/এএস/জুন ১৮, ২০১৪)