গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে আগামী ১৭ মার্চ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে তার বাবার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসূল স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ওইদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা।

আলোচনা সভা শেষে তিনি শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সেলাই মেশিন বিতরণ ও ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি সফল করার সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন কাজ করে যাচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৭)