নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা  ছুটি দিয়ে চলছে শিক্ষকদের বনভোজন।

খোজ নিয়ে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে গত বুধবার থেকে তিনদিন ব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় গিয়ে দেখা যায় বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।আর যেসকল প্রতিষ্ঠান খোলা রয়েছে সেগুলোও ১-২পিরিয়ড পর ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলমাস মিয়া'র সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বনভোজনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যালয় খোলা রেখেই এবং অনুমতি নিয়েই তারা বনভোজনে গিয়েছেন।

স্কুল ছুটি দিয়ে বনভোজনে যাওয়ার বিষয় নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিয়া জানান, শিক্ষকরা বনভোজনে যাওয়ার জন্য আমাকে মৌখিকভাবে জানিয়েছিল,আর স্কুল ছুটির বিষয়ে শিক্ষকরা চাইলে তাদের সংরক্ষিত ছুটি থেকে স্কুল ছুটি দিতে পারেন।তবে বনভোজনে যেতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি লাগবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী জানান, দু'একটি বিদ্যালয় আমার কাছে আবেদন করেছিল কিন্তু আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বললে তারা আর আমার সাথে যোগাযোগ করেনি।যদি কোন প্রতিষ্ঠান অনুমতি না নিয়ে বনভোজনে যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরকেএসআর/এসপি/মার্চ ১৬, ২০১৭)