কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে  অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কৃপিন বাড়ি ও নূরার বাড়ির লোকজন সকাল ৭টায় দেশীয় অস্ত্র রামদা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।

এর আগে গত নভেম্বর মাসে এই দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে কৃপিন বাড়ির অহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রসুলপুর গ্রামে দুই পক্ষের মধ্য দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০১৭)