রংপুর প্রতিনিধি : শহীদ জিয়ার মাজারে হাত দিলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল আলম প্রধান।

তিনি বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

বুধবার বিকেল তিনটায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শফিউল আলম বলেন, অবৈধ সরকার দেশবাসীর বিরুদ্ধে কসাইয়ের ভ‍ূমিকা পালন করছে। এদের হাতে বাঙালি পাহাড়ি, বিহারি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউই নিরাপদ নয়।

স্বাধীনতা সংগ্রামে পুলিশ বিডিআর, সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে জাগপা প্রধান বলেন, অবৈধ সরকারের হুকুম তামিল করতে আপনাদের ভাই ও সন্তানের বুকে গুলি চালাবেন না। মনে রাখবেন, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গর্বিত কর্মচারী, শেখ হাসিনার লাঠিয়াল নন। গুম, খুন, অপহরণ, হত্যা করা আপনাদের কাজ নয়।

এর আগে শফিউল আলম প্রধান নিহত যুবদল নেতা আব্রাহাম লিংকন ও কারাবন্দি রংপুর শহর জামায়াত সেক্রেটারি জিল্ল‍ুর রহমানের বাসভবনে যান ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)