গোপালগঞ্জ প্রতিনিধি :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়ায় অবতরণ করে।

আজ একই দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে বলে জানা গেছে।

এছাড়া বিকেল ৩টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথির বক্তৃতা করবেন।

(ওএস/এসপি/মার্চ ১৭, ২০১৭)