নওগাঁ প্রতিনিধি : শুক্রবার নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামে কথিত প্রেমিকার স্বামীকে বিয়ের আসরে অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে তিন বন্ধুসহ নিজেই ফেঁসে গেল প্রেমিক দাবীদার মোঃ কৌশিক ফায়সাল (২৫)। প্রেমিকার স্বামীকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে বিয়ে বন্ধ করে দেয়ার তাদের সকল পরিকল্পনা ভেস্তে গিয়ে তিন বন্ধুসহ প্রেমিক ফায়সালের অবশেষে ঠাঁই মিলল শ্রীঘরে। 

কৌশিক ফায়সালের সহযোগী তিন বন্ধু হলো, নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (২৫), ফেরদৌস হোসেনের পুত্র মোঃ রিপন হোসেন ও দোগাছী ইয়াদআলীর মোড়ের আব্দুর রশিদের পুত্র মোঃ আল রাহিদ রিমন। শুক্রবার ভোরে নওগাঁ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ তাদের পাকড়াও করতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

জানা গেছে, চকবুলাকী গ্রামের ইকবাল হোসেন দুলুর কন্যা মোছাঃ রিয়া খাতুনের সঙ্গে সৌদী প্রবাসী চট্রগ্রামের পটিয়ার রতনপুর গ্রামের টুনটু শীলের পুত্র রাজু শীলের (৩৪) (নওমুসলিম) বিয়ে ঠিক হয় প্রায় ১ বছর আগে।

শুক্রবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতার নির্ধারিত দিন। এদিকে এই বিয়ে আটকানোর জন্য মরিয়া হয়ে ওঠে রিয়ার প্রেমিক বক্তারপুর গ্রামের সেলিম রেজার পুত্র মোঃ কৌশিক ফায়সাল। বিয়ের ৪দিন আগে সোমবার রাতে ফায়সাল তার বন্ধু ফারুককে সঙ্গে নিয়ে ১ রাউন্ড গুলিসহ একটি ওয়ান গান শুটার কাগজ ও পলিথিনে মুড়িয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে কলপাড়ের পাশে গোপনে আগ্নেয়াস্ত্রটি মাটিতে লুকিয়ে রাখে। এর পর শুরু হয়, মোবাইলে ও সাক্ষাতে ডিবি পুলিশকে তথ্য দেয়া। বলা হয়, ইকবাল হোসেন দুলুর বাড়িতে মাদকসহ আগ্নেয়াস্ত্র আছে। যা লুিকয়ে রেখেছে তার হবু জামাই রাজু শীল।

সে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত। এই অস্ত্র উদ্ধারে ডিবির সোর্স হিসাবে কাজে লাগে ফারুক হোসেন। শুক্রবার ভোর রাতে সঙ্গীয় সোর্সের দেখানো মতে ডিবি পুলিশ মাটির নীচ থেকে গুলিসহ আগ্নেয়ান্ত্রটি উদ্ধার করেন। এতে ডিবির ওসির সন্দেহ হলে সোর্স ফারুককে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে ঘটনার মূল রহস্য প্রকাশ করে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে নাটকীয় এই ঘটনার মূল নায়ক কৌশিক ফায়সাল ও তার অপরাপর সঙ্গীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত কৌশিক ফায়সাল ও তার সঙ্গীরা পুলিশের কাছে এই সাজানো নাটকের কথা স্বীকার করে পলিশতে জানায় প্রায় ২ বছর আগে কাদোয়া গ্রামের একটি মেলায় রিয়ার সগে তার পরিচয় হয় এবং তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

(বিএম/এএস/মার্চ ১৭, ২০১৭)