বঙ্গবন্ধু

কেউ বঙ্গের বন্ধু বলো,
সেই মানুষটার জন্ম হলো
দেশকে ভালোবাসবে বলে;

বুকটা জুড়ে চন্দ্র তারা
ভালোবাসার আলোক ধারা
সবার সুখে হাসবে বলে।

মা ও মাটির বন্ধু বলো,
সেই মানুষটার জন্ম হলো,

স্বাধীনতার গান শুনিয়ে
স্বপ্ন আশার তান শুনিয়ে
সব অনাচার নাশবে বলে।

তাঁরই ডাকে শ্রমিক -কৃষাণ
আনলো জয়ের মুকুট নিশান,

সবার বুকের ভাষায় ছিলো
হয়তো এদেশ অাশায় ছিলো
সেই মানুষটা আসবে বলে।


দেশকে ভালোবাসবে বলে

স্বাধীনতার হাসবে সূর্য
পথ তো অনেক দূরে ছিলো,

একটি কন্ঠে অগ্নি-ঘৃণা
প্রতিবাদের সুরে ছিলো।

পথে পথে বাধার পাহাড়
থোকা থোকা কালো ছিলো,

একটি কন্ঠে স্বাধীনতা
বুকে অাশার আলো ছিলো।

সেই অালোতে পথ দেখেছে
শ্রমিক, কবি,কৃষাণ সাথে,

সেই আলোতে স্বপ্ন দেখা
জয়ের মুকুট নিশান হাতে।

সবার দুখে কাঁদতে আবার
সবার সুখে হাসবে বলে,

সেই মানুষটির জন্ম হলো
দেশকে ভালোবাসবে বলে।