নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তে কড়িডোর বিট স্থাপন করার পরেও চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে এবার বিএসএফের হাতে নির্যাতনের শিকার হলো এপারের গরু ব্যবসায়ী বাবু (২৫)। আহত বাবু উপজেলার হাপানিয়া আন্দারদিঘী গ্রামের কাশেম আলীর পুত্র বলে জানা গেছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর বাবু সহ ওই এলাকার বেশ কয়েকজন গরু ব্যবসায়ী চোরাই পথে উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকার ২৩৫ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাবু বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ সদস্যরা তাকে ধরে শারিরীক প্রহারসহ তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। এর পর তারা তাকে কাঁটাতারের বেড়া ঘেঁষে সীমান্তের এপারে ফেলে রেখে যায়। পরে রাত ৯টার দিকে তার আত্মীয়স্বজনরা এ সংবাদ জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে সাপাহার হাসপাতালে ভর্তি করে দেয়। এ বিষয়ে হাপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাই পথে ভারত থেকে গরু আনতে সকল গরু ব্যবসায়ীদের নিষেধ করা হয়েছে।
(বিএম/এএস/জুন ১৮, ২০১৪)