স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে মোহাম্মদ আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আশরাফুলের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে এ সংক্রান্ত গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তাকে এ শাস্তি দেন।

এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব জিসান চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে লু ভিনসেন্টকে তিন বছরের জন্য এবং লোকুয়ারাচ্চিকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে আগামী ২১ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্তরা।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের আংশিক রায় দেয় ট্রাইব্যুনাল। রায়ে কারা দোষী আর কারা নির্দোষ তা বলা হয়েছিলো। আংশিক রায়ের সপ্তাহ তিনেকের মধ্যে পূর্ণাঙ্গ রায় দেওয়ার কথা থাকলেও তিন মাস পর পূর্ণাঙ্গ রায় দেয় ট্রাইব্যুনাল। রায়ে জানানো হয়, কেন তারা দোষী বা নির্দোষ। রায়ে দোষী প্রামাণিত হন মোহাম্মদ আশরাফুলসহ চারজন। অব্যাহতি পান অভিযুক্ত দশজনের ছয়জন।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)