নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নবনির্মিত শীমুলতলী সেতুর পূর্বাংশের এ্যাপ্রোচ সড়ক বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টির পানির তোড়ে ধসে যাচ্ছে। ফলে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার আত্রাই নদীর ওপর নির্মিত শীমুলতলী সেতুটি গত নবেম্বর মাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। উদ্বোধনের পর সর্ব সাধারণের জন্য সেতুটি খুলে দেয়া হয়। মুল সেতুতে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও সেতুর দুই পার্শে এ্যাপ্রোচ সড়কে বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ওই সড়কের ইট ও মাটি পানির তোড়ে ধসে যাচ্ছে। ইট ও মাটি ধসে যাওয়ায় ওই সেতুর মুখের রাস্তায় ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষুনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। রাস্তাটির সংস্কারের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(বিএম/এএস/জুন ১৮, ২০১৪)