ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের উদ্যোগে পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে শনিবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষে এই মতবিনিময় সভায় নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক।

পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, পুলিশের ঈশ্বরদী জোনের ডিআইও আলমগীর জাহান, পৌর কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, আবুল হাসেম, কামাল হোসেন, ইউসুফ প্রধান ও কামাল আশরাফি। সভায় মাদক ও জঙ্গি নির্মূলে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী পথসভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে পাকশী ইউনিয়নের বিবিসি বাজারে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতা মো: রশীদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, ইউপি চেয়ারম্যান এনামূল হক বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

এসকেকে/এএস/মার্চ ১৮, ২০১৭)