বিনোদন ডেস্ক : টেলিভিশন অঙ্গন নানা সমস্যায় জর্জরিত। আছে অনেক অভিযোগ, অনিয়ম আর পরিকল্পনার অভাব। সেই জায়গা থেকে উত্তরণের প্রত্যাশায় সংগঠিত হচ্ছেন টেলিভিশন সংশ্লিষ্ঠ সকল পক্ষের মানুষেরা।

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল টিভি নাটকের নির্মাতা ও শিল্পীদের নির্বাচন। এবার অপেক্ষা টিভির অনুষ্ঠান ও নির্মাণ প্রযোজকদের নতুন করে সংগঠিত হবার। এই লক্ষে আগামীকাল রবিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের নির্বাচন। দুই বছর মেয়াদী এই নির্বাচনে বিভিন্ন পদের প্রতিদ্বন্দিতা করছেন ২৭ জন প্রযোজক।

রাজধানী গুলশানে অবস্থিত এমানুয়েলস ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে নির্বাচন। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা অবধি।

নির্বাচনে সভাপতি পদের জন্য লড়াই করছেন বরেণ্য অভিনেতা ও প্রযোজক মামনুর রশীদ এবং ভার্সেটাইল মিডিয়ার প্রধান আরশাদ আদনান। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সৈয়দ হাসান ইমাম। নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মান্নান হীরা ও এস এম মহসীন হোসেন।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৭)