দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সমাপ্ত হল ৩ দিনব্যাপি ৪৪ তম সনাতন ধর্মীয় মহাসম্মেলন।

 

শনিবার গভীর রাতে এর সমাপ্তি ঘটে। দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে নয়ন যোগী আশ্রম, বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ, বাংলাদেশ মানব সেবা সংঘ, মানব কল্যাণকামী অনাথালয় এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৩দিন ব্যাপি সনাতন ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিন শনিবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা। ৩দিনের এ কর্মসূচী উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাষ্ট এর সম্মানিত ট্রাষ্টি রিপন রায় লিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ, ইউ, পি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান, ধর্মীয় আলোচক ক্ষেত্র মোহন পাল প্রমূখ।

কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় আলোচনা সভা, অধিবাস কীর্ত্তন, ভাগবত পাঠ, হরিনাম মহাযজ্ঞ, গৌর কীর্ত্তন, কবি সমাবেশ, দীক্ষা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক, লালন সংগীত ও বাউল গান। এ কর্মসূচীর সার্বিক সহায়তায় ছিলেন হরেন্দ্র ঘোষ, কাজল পাল, সুবল চন্দ্র দে, শীতল চন্দ্র সরকার।

(এনএস/এসপি/মার্চ ১৯, ২০১৭)