স্টাফ রিপোর্টার, রাজশাহী : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলওয়েবান্ধব। এ সরকারের আমলেই রেলওয়ের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরাল আরেকটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে বঙ্গবন্ধু রেলসেতু।

রোববার (১৯ মার্চ) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে রাজশাহী-খুলনা রুটে নতুন ট্রেন আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আর এক বছর নয় মাস মেয়াদ রয়েছে। যদি সময় পাওয়া যায়, তবে এসময়ের মধ্যে রেলওয়ের সব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। তা সম্ভব হলে ২০১৮ সালের ডিসেম্বর হবে রেলওয়ের যুগান্তকারী উন্নয়নের বছর।

পশ্চিমাঞ্চল রেলওয়ে ব্যবস্থাপক খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

(ওএস/এসপি/মার্চ ১৯, ২০১৭)