ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরের উদ্যোগে ঈশ্বরদীতে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে শনিবার হতে ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে তিনদিন ব্যাপী এই কর্মসূচী শুরু হয়েছে।

ঈশ্বরদী পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের সভাপতিত্বে সকালে সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম মুরাদ, পুলিশের ঈশ্বরদী জোনের ডিআইও আলমগীর জাহান, মসজিদের ইমাম মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর আমিনুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, ছাত্রনেতা মেহেদী হাসান শুভ প্রমূখ।

এরপর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মজিদের সঞ্চালনায় দুপুর বারোটায় পাকশী রেলওয়ে আমতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, ইউপি সদস্য বেলাল আহমেদ, পাকশী ফাঁড়ির ইনচার্জ শহীদ, ছাবিবর হোসেন, আবু তারেক প্রমূখ।

শনিবার বিকেলে এবং সন্ধ্যায় আলহাজ্ব মোড় ও পিয়ারপুরে আরো দুটি পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় এলাকার মুক্তিযোদ্ধা, মেয়র, চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, ঈশ্বরদী পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ও ৭টি ইউনিয়নে এই পথসভা কর্মসূচী চলবে।

(এসকেকে/এসপি/মার্চ ১৯, ২০১৭)