শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৮ জুন বুধবার বিকেলে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু মঞ্জুরা খাতুন (২৫) উপজেলার গারোকোনা গ্রামের আল-আমিনের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান জানান, বিষপান করেছে বলে উল্লেখ করে ওই গৃহবধুকে বুধবার দুপুরে স্বামীর বাড়ির লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সবাই সটকে পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, ঘটনার পর পরই স্বামীসহ শশুরবাড়ীর সবাই লোকজন আত্মগোপন করেছে। আমরা জানতে পেরেছি নিহত গৃহবধুর বাবার বাড়ি নালিতাবাড়ী উপজেরার নন্নী গ্রামে। তার বাবার বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্ট নজরুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে বিষপানের কথা বলে গৃহবধু মঞ্জুরা বেগমকে তার শ্বশুরবাড়ীর লোকজন জরুরী বিভাগে নিয়ে আসে। কিন্তু তার হৃৎস্পন্দন না থাকায় তখন তাকে মৃত ঘোষণা করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় লাশ রেখে শ্বশুরবাড়ির লোকজন সটকে পড়লে পুলিশে খবর দেওয়া হয়।
(এইচবি/এএস/জুন ১৮, ২০১৪)