নওগাঁ প্রতিনিধি : দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে রবিবার সকালে জেলা গোয়েন্দা পুরিশের (ডিবি) ইন্সপেক্টর মোঃ জাকিরুল ইসলামের হাতে ধরা পড়লো মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কালিপদ পাহান।

তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা নং ২৬, তারিখ ২৯-০৬-২০০৪ ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) মোতাবেক মামলা দায়ের হয়। মামলায় ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর জেলা যুগ্ম দায়রা জজ আদালত আসামী কালিপদ পাহানকে ২ বছর কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা জরিমানা করেন। ঘটনার পর থেকেই কালিপদ পলাতক ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ডিবি পুলিশ কালিপদর নিজ গ্রাম কিসমত কসবার এক পুকুর পাড়ের টং ঘর থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

(বিএম/এএস/মার্চ ১৯, ২০১৭)