আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরেক ধাপ নেমেছে। গ্যালোপ পোলের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

রোববার প্রকাশিত মতামত জরিপের ফলাফলে দেখা গেছে ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। এর আগের মতামত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ ছিল। গোটা যুক্তরাষ্ট্রের ১৫০০ ব্যক্তির ওপর সর্বশেষ জরিপ চালানো হয়েছে। এ ছাড়া এতে ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৫৮ শতাংশ।

হাওয়াইয়ের ফেডারেল বিচারক যখন ট্রাম্পের সংশোধিত ভিসা নিষেধাজ্ঞার প্রতি আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তখন এ মতামত জরিপের ফলাফল প্রকাশিত হলো। এ ছাড়া, রিপাবলিকানরা যখন ওবামাকেয়ার বাদ দিয়ে নতুন স্বাস্থ্য নীতি গ্রহণের জন্য পর্যাপ্ত জন সমর্থন যোগাড়ের চেষ্টা করছে তখন ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের বিষয়টি প্রকাশ করা হলো।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৭)