আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেয়ার আভাষ ব্যক্ত করেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটির শান্তি এবং সংহতি বিষয়ে আগামী মাসে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আফগান তালেবান বলেছে, আমন্ত্রণ জানালে মস্কো বৈঠকে যোগ দেয়া তাদের পক্ষে সম্ভব হবে। দুই তালেবান নেতা বলেছেন, আমন্ত্রণ পেলে তালেবানের পক্ষ থেকে অনুকূল সাড়া দেয়া হবে।

অবশ্য প্রাথমিক ভাবে কাতার দফতরের তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথা ভেবেছিল মস্কো । কিন্তু এর বিরোধিতা করে কাবুল বলেছিল, আলোচনায় নেতৃত্ব দেবে আফগানিস্তান অন্য কেউ নন।

কিন্তু মঙ্গলবার আফগানিস্তান বলেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়ার কূটনৈতিক তৎপরতাকে স্বাগত জানাবে কাবুল।

মস্কোয় আগামী মাসের ১৪ তারিখে অনুষ্ঠেয় বৈঠকের জন্য এরই মধ্যে ১২ দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের মাঝামাঝি পাকিস্তান, চীন এবং রাশিয়া প্রথম অনানুষ্ঠানিক ভাবে এ বৈঠকে হয়েছিল। অবশ্য গতমাসের মাঝামাঝি অনুষ্ঠেয় বৈঠকে আফগানিস্তান, ভারত এবং ইরানকেও আমন্ত্রণ জানান হয়। পরবর্তী বৈঠকে আমেরিকা, মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানান হবে।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৭)