শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটে ১ হাজার ২শ কেজি (৩০ মন) জাটকাসহ একজনকে আটক করেছে আটক করেছে র‌্যাব-৮। সোমবার ভোরে উপজেলার কোদালপুর ঠান্ডার বাজার সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালিয়ে ট্রলার থেকে জাটকাসহ দাদন মিয়াকে আটক করা হয়। দাদন মিয়া চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ইশানপাশা গ্রামের রুহুল আমিন মাঝির ছেলে। 

জাটকা পরিবহনের দায়ে দাদন মিয়াকে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রম্যামান আদালত। সোমবার সকালে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ হিয়া খান এই দণ্ডাদেশ প্রদান করেন। জব্দকৃত মাছগুলো সোমবার সকালে গোসাইরহাট উপজেলা চত্বরে রেখে সেখান থেকে বিভিন্ন এতিম খানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

গাসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, গোসাইরহাট উপজেলার কোদালপুর ডান্ডার বাজার সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩০ মন জাটকাসহ দাদন মিয়াকে আটক করে মাদারীপুরে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াহ হিয়া খান দাদন মিয়াকে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠায়।

(কেএনআই/এএস/মার্চ ২০, ২০১৭)