স্পোর্টস ডেস্ক, ঢাকা : মোহাম্মদ আশরাফুল বিপিএলের স্পট ফিক্সিংয়ের চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আট বছরের জন্যে নিষিদ্ধ হয়েছেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় দলের সাবেক তারকা এই ক্রিকেটার শাস্তির উপর আপিলের সুযোগ পাবেন।

২১ দিনের মধ্যে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে আপিলের সুযোগ পাচ্ছেন আশরাফুল। এ ছাড়া নিউজিল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ আপিলের সুযোগ পাবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রধান আহ্বায়ক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

আশরাফুলের সঙ্গে অভিযুক্ত দুই ক্রিকেটার কৌশল্য লুকুয়ারাচ্চিকে ১৮ মাস ও লু ভিনসেন্টকে তিন বছর নিষিদ্ধ করেছে ট্রাইব্যুনাল।

এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে ক্রিকেট সংক্রান্ত সব কর্মকা- থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আশরাফুলসহ সাজাপ্রাপ্ত সকলেই আপিলের সুযোগ পাবেন।

(ওএস/পি/জুন ১৮,২০১৪)