বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আগর-আতর শিল্প বিষয়ে মৌলভীবাজারের বড়লেখায় কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের মধ্যে এক মতবিনিময় হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলার আগর-আতর শিল্পের সামগ্রীক অবস্থা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, রাষ্ট্রদূতের দাপ্তরিক দোভাষী ও মিডিয়া অফিসার হামেদ জামিল হুসাইন, পাবালিক রিলেশন অফিসার আসাদুর রহমান (আসাদ), আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী, মেসার্স বে অফ বেঙ্গলের সত্ত্বাধিকারী আব্দুল কবির প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আগর-আতর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর ২টার দিকে রাষ্ট্রদূত উপজেলার সুজানগর ইউনিয়নের মেসার্স বে অফ বেঙ্গল ও আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলীর আগর-আতর কারখানা ঘুরে দেখেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘বড়লেখার আগর-আতরের অবস্থা সম্পর্কে তাঁর দেশের ব্যবসায়ীদের তিনি জানাবেন। ব্যবসায়ীরা এসে দেখে যাবেন। এক্ষেত্রে তাঁর এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে।’

(এলএস/এএস/মার্চ ২০, ২০১৭)