নিতাই সাহা, দুর্গাপুর (নেত্রকোনা) : জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দেবথৈল গ্রামে আদিবাসী শিশু শিক্ষার্থীদের মাঝে খাবারের প্লেট বিতরণ করলেন একজন রিক্সা চালক।

মঙ্গলবার গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন মিশন কর্তৃক পরিচালিত দেবথৈল মিশনারীজ প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির সভাপতি প্রদীপ মানকিন, শিক্ষিকা মিনা মানকিন, সমাজ সেবক মতি মিয়া, মোঃ নূরুজ্জামান, বিল্লাল হোসেন ,অভিভাবকদের উপস্থিতিতে এই প্লেট বিতরণ করা হয়। শিশু শিক্ষার্থীরা একই ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের বাসিন্দা দিনমজুর মোঃ হেলিম মিয়ার ছেলে নিরক্ষর রিক্সা চালক তারা মিয়াকে (২৬) ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

মা রহিমা খাতুন একজন গৃহিনী। তারা মিয়ার ৭ বছরের এক ছেলে ও স্ত্রী আছে। তার ছেলে পড়াশুনা করছে। ৩ ভাই এর মধ্যে সবার বড় তারা মিয়া। সংসারের দারিদ্রতার কারণে কেউই লেখাপড়া করতে পারেনি। এটাই তার মনের ব্যথা।

সে অস্বচ্ছল ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। তা আজ প্রায় ৬ মাস যাবৎ বিভিন্ন সময়ে, বারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ জন ছেলে মেয়েকে খাতা কলম, নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন ছেলে মেয়েকে খাতা,সকল শিশুদের জন্য ১টি খেলার বল, ৭ জন প্রতিবন্ধী শিশুকে টিফিন বক্স, চকলেগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০টি খাতা কলম ও ১টি বল , দেবথৈল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন আদিবাসী শিশুকে খাতা দিয়েছেন। সে প্রতিদিন তার নিজের ঘরে একটি মাটির ব্যাংকে ১০ থেকে ২০ টাকা করে সঞ্চয় করে সেই অর্থ দিয়ে এ সহযোগিতা করে যাচ্ছেন।

আজকের এই সমাজে তারা মিয়ার মত বিত্তবানরাও যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কোন ছেলে মেয়েই আর শিক্ষার বাইরে থাকবে না। পারিবারিক ভাবে পরিবার হবে প্রতিষ্ঠিত। সমাজ হবে সুশিক্ষায় দুর্নীতি মুক্ত। বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি সুন্দর দেশ। এ স্বপ্নই দেখছেন তারা মিয়া।

(এনএস/এসপি/মার্চ ২১, ২০১৭)