আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে বিদ্বেষী মন্তব্য করেছেন। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা একটি ‘ভয়ানক চুক্তি’।

ইরানের সঙ্গে এই সমঝোতা সই করেছে আমেরিকাসহ ছয় দেশ এবং গোটা ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু বাকি পক্ষগুলোর বিপরীতে অবস্থান নিয়ে টাম্প বলেন, তিনি জীবনে এই সমঝোতার চেয়ে খারাপ চুক্তি আর দেখেননি।

এ ছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যখন বহুবার বলেছে, ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে তখন এই বিদ্বেষী বক্তব্য দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের আগে থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে বক্তব্য দেয়া শুরু করেন। সে সময় তিনি একাধিকবার বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এ সমঝোতা ছিঁড়ে ফেলবেন। এর জবাবে তেহরান বলেছিল, আমেরিকা এ সমঝোতা ছিঁড়ে ফেললে ইরান তাতে আগুন ধরিয়ে দেবে।

এ ছাড়া, সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিজ্ঞানীরা পরমাণু সমঝোতার আগের চেয়ে ২০ গুণ বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি রপ্ত করেছে। এর অর্থ হচ্ছে, এই সমঝোতা কোনো কারণে বাতিল হয়ে গেলে পূর্ণ মাত্রায় পরমাণু কর্মসূচি আবার চালু করবে তেহরান।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০১৭)