কিশোর যোদ্ধা


রণাঙ্গনে ছুটেছিলো
একটি কিশোর ছেলে,

গাঁয়ের আদর মায়ের আদর
সব পিছুটান ফেলে।

ট্রেনিং শেষে যুদ্ধে ছোটে
স্বপ্ন বুকে জ্বেলে,

ফিরবে ঠিকই মায়ের কোলে
স্বাধীনতা পেলে।

সেদিন ছিলো সমুখ যুদ্ধ
রাত্রির শেষ ভাগে,

সহযোদ্ধা সাথে নিয়ে
কিশোর ছিলো আগে।

মুক্ত করবে মাটি, বুকে
আর কিছু না জাগে।

হঠাৎ করে
হানাদারের একটি গুলি
বুকে এসে লাগে।

কিশোর ছেলের রক্তে রেঙে
সূর্য তখন হাসে,
এমন হাজার অাত্মত্যাগে
স্বাধীনতা আসে।


(একে/এসপি/মার্চ ২২, ২০১৭)