স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার সরানোর ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যেখানে হাইয়ার (উচ্চমাত্রার) এন্টিবায়োটিকের দরকার সেখানে ছোট খাটো ট্যাবলেটে কাজ হয় না।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেখানে হাইয়ার (উচ্চমাত্রার) এন্টিবায়োটিকের দরকার সেখানে ছোট খাটো ট্যাবলেটে কাজ হয় না। এ সরকারের পতন করতে দরকার হাইয়ার এন্টিবায়োটিক আন্দোলনের। ছোট খাটো মাবনবন্ধন দিয়ে সরকারের পতন করা যাবে না।


(ওএস/এটি/এপ্রিল ১০, ২০১৪)