চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় বুধবার উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে সাতটি সেতু ও কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি পাবনা -৩ এলাকার এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান পাবনা জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ন সম্পাদক রমজান আলী, যুবনেতা ইবনুল হাসান সাকিল ও পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, সেতু ও কালভাট গড়ে ১৫ মিটার দৈর্ঘের। এগুলো নির্মাণ হচ্ছে খালপাট প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায়, চৌবাড়িয়া টেকপাড়া রাস্তায়, কলকতি জয়েন এর বাড়ির পাশের খালের উপর, দহপাড়া ভাটিপাড়ার রাস্তার খালের উপর, হাটগ্রাম-পার্শ্বডাঙ্গা রাস্তায়, মেন্দা কলকতি রাস্তায় ও মাদার বাড়িয়া হতে রঘুনাথপুর রাস্তায় গাধাকাটা খালের উপর।

(এসএইএম/এএস/মার্চ ২২, ২০১৭)