আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পদ তিনি চান নি তবে স্ত্রী’র ইচ্ছায় এ দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। এশিয়ার তিন দেশ সফরকালে নিজ বিমানে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইন্ডিপেনডেন্ট জার্নাল রিভিউ বা আইজেআর নামের মার্কিন একটি প্রায় অজ্ঞাত পরিচয় সংবাদ এবং মতামত বিষয়ক ওয়েব সাইটকে দেয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।

তিনি বলেন, আমি এ পদ চাই নি বা এর জন্য কোনো আবেদনও করি নি। কিন্তু আমার স্ত্রী রেন্ডা টিলারসন বলেছেন, তোমার পদটি নেয়া উচিত। এ ছাড়া, ট্রাম্প টাওয়ারে আমন্ত্রণ জানিয়ে বিশ্ব নিয়ে আলোচনা পর তাকে এ পদ গ্রহণের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে ট্রাম্পের সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নি টিলারসন।

আলোচনা শেষে ট্রাম্প যখন তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার প্রস্তাব দেন তখন হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান টিলারসন।

অবশ্য, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর প্রাথমিক ভাবে বিরোধিতার মুখে পড়েছিলেন ট্রাম্প। সমালোচকরা বলেছিলেন, তেল কোম্পানির নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকারী টিলারসনের সরকারী বা কূটনৈতিক দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতাই নেই।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৭)