আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে “খোলা আকাশ থেকে হত্যাকাণ্ড” চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাঁচটি ত্রাণ সংস্থা। এ ছাড়া, রিয়াদের দুই বছরের আগ্রাসনে ইয়েমেনে অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাঁচ ত্রাণ সংস্থার পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতিতে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জ্যাঁ-পিয়ারে দেলোমিয়ার জানান, ইয়েমেনে প্রতিদিনই বৃষ্টির মতো বোমা পড়ছে । এর মাধ্যমে দেশটির বেসামরিক মানুষের প্রতি রিয়াদের পুরোপুরি ঘৃণাই যেন ফুটে উঠেছে বলেও জানান তিনি। বর্তমান যুগে খোলা আকাশ থেকে চালানো এ গণহত্যা মেনে নেয়া যায় না বলেও জানান তিনি।

ইয়েমেনের এক কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৬০ শতাংশই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এর মধ্যে ৩০ নারী এবং শিশু মারাত্মক অপুষ্টির সঙ্গে লড়াই করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৭)