ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০১৬ সালের কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু।

ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, প্রফেসর মালিক মোহাম্মদ সেদ্দাত, প্রফেসর উদয় নাথ লাহেড়ী, ইমদাদুল হক, বাবুল আক্তার, আব্দুল খালেক, রেজাউর রহমান, ইয়াসমিন আক্তার, আসাদুজ্জামান শিহাব, আলহাজ্ব মকিম উদ্দিন, আশরাফ আলী নয়ন, আবুল কালাম আজাদ, নওরোজ ইসলাম লিটন, শিপনসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান। এবারে ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এদের মধ্যে ৩৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে অন্যরা সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

ঈশ্বরদীর ৪১টি কিন্ডার গার্টেন স্কুলের ৪২৩ জন শিক্ষার্থী ডিসেম্বর ২০১৬ সালে কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে এদের মধ্যে ৩৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৮৬ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। বিগত বছরের তুলনায় এবারের ফলাফল সন্তোষজনক বলে জানা গেছে।

(এসকেকে/এএস/মার্চ ২৪, ২০১৭)