রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :  আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জের ধরে রায়পুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের অফিসে ছাত্রলীগের ক্যাডারদের হামালায় প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবর রাত ১০ টার দিকে উপজেলা চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে রাত থেকেই উভয় পক্ষের মধ্যে শনিবার সকাল পর্যন্ত উত্তেজনা বিরাজ করতে দেখা যায় বাজারে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, হায়দরগঞ্জ বাজার এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং চরআবাবিল ইউনিয়র ছাত্রলীগের সম্পাদক আনারুল কবির আজিজের সাথে রাত ৮ টার দিকে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়ে থাকে।

এর জের ধরে ছাত্রলীগ নেতা আজিজ ৩০-৩৫ জন নেতাকর্মী নিয়ে পাপেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে হায়দরগঞ্জ বাজারে। মিছিল শেষে আজিজ বাজারের স্বেচ্ছাসেবকলীগের অফিসে যায়। এতে খবর পেয়ে পাপেল ক্ষিপ্ত হয়ে উঠে ছাত্রলীগের ১৫-২০ ক্যাডার ও দেশিও অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তার নের্তৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিসের ব্যাপক হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। এসময় কেউ আহত হয়নি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভির হায়দর চৌধুরী রিংকু বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও তাঁর ক্যাডাররা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিস ভাংচুর করে তান্ডব চালিয়েছেন। তাদের তান্ডব থেকে বাদ পড়েনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের ছবি। ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভনা করায় তার বক্তব্য পাওয়া য়ানি।

সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি বলেন, ছাত্রলীগ হয়ে নিজ দলীয় অফিসে হামলার ঘটনাটি অতান্ত দুঃখ জনক। আমি তীব্র নিন্দা জানাই এবং ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে স্থানী ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এআরএস/এসপি/মার্চ ২৫, ২০১৭)