কালো রাত্রি

গুলির শব্দে ঘুম ভেঙে যায়
রাত্রি তখন গভীর,

রক্তে রক্তে বুক রেঙে যায়
জীবন হঠাৎ স্থবির।

শান্তিপ্রিয় মানুষগুলো
ছিলো ঘুমের দেশে,

পাকবাহিনী হামলা করে
ঠিক হায়েনার বেশে।

এক নিমিষে জ্বালায় ওরা
বসতবাড়ি সকল,

দলে দলে পালায় মানুষ
সয়ে ব্যথার ধকল।

অাকাশ জুড়ে কেবল ধোঁয়া
ধেয়ে আসে অগ্নি,

ছুটতে ছুটতে কোথাও খুঁজে
ভাইকে পায় না ভগ্নি!

পঁচিশে মার্চ গভীর রাতে
গণহত্যা শুরু,

করে লোভী ইয়াহিয়া
হানাদারের গুরু।

নারী শিশুর প্রাণ কেড়েছে
কী যে করুণ দৃশ্য,

এমন কালো রাত্রি দেখে
শিউরে উঠে বিশ্ব!