সাহিত্য ডেস্ক : ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে কবিতাপাঠের অায়োজন ‘চিরবসন্তের চিঠি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।

কবি আবু হাসান শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম। প্রধান শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ভাষাচিত্রী হাসান আজিজুল হক।

প্রথম পর্বে শিল্পী অলকেশ ঘোষের আঁকা কবির প্রতিকৃতি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কবি কামাল চৌধুরীর হাতে। ভাষাচিত্রী হাসান আজিজুল হক উত্তরীয় পরিয়ে দেন কবিকে। এপর্বে আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ, কাজী মাহতাব সুমন ও আয়েশা হক শিমু কবি কামাল চৌধুরীর কবিতা আবৃত্তি করেন।

দ্বিতীয় পর্বে সাইফুর রহমান লেনিনের সঞ্চালনে ১৪ জন কবি প্রেমের কবিতা পাঠ করেন। তাঁরা হলেন- রিঙকু অনিমিখ, হেনরী লুইস, মোহাম্মদ নূরুল হক, সঞ্জিব পুরোহিত, সাকিরা পারভিন, রনজু রাইম, রহমান হেনরী, সেলিনা শেলী, ফরিদ কবির, আসাদ মান্নান, আবু হাসান শাহরিয়ার এবং কামাল চৌধুরী।

অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সুরের ঝংকার তোলেন বংশীবাদক মো. হাছান আলী।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৭)