নিউজ ডেস্ক : ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার (২৫ মার্চ) ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর বিষদ আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খন্দকার আরাফাত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।


(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৭)