স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খ.ম হাসান কবির আরিফ বৃহস্পতিবার সকালে পাবনা সদর থানায় এই মামলাটি দায়ের করেন।

অভিযোগে বাদি উল্লেখ করেছেন গত ৮ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনিষ্টার সেন্ট্রাল হলে বিট্রিশ বাংলাদেশী সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও হেয় প্রতিপন্ন করে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তার মানহানি করেছেন।

মামলায় বাদি তারেকের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম।

তিনি বলেন, আমরা একটা এজাহার পেয়েছি, আইনগত ব্যবস্থা নেবো।

(ওএস/এটি/ এপ্রিল ১০, ২০১৪)