গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৬তম স্নানোৎসবে পদদলিত হয়ে সতিশ চন্দ্র মধু (৫০) নামে এক পূন্যার্থী নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯ টার দিকে স্নানোৎসবে অংশ নিতে যাওয়ার সময় ঠাকুর বাড়ির সামনে ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। সে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের চন্দি চরণ মধুর ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি একে এম আলীনুর হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করে বলেছেন, গত শনিবার বেলা ১১ টা থেকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুর ২০৬ তম জন্ম তিথির স্নানোৎসব শুরু হয়েছে। গতকাল রোববার এ স্নানোৎসব শেষ হয়। ওই স্নানোৎসবে অংশ নিতে কোটালীপাড়া কান্দি গ্রাম থেকে আসা পূর্ন্যার্থী সতিশ চন্দ্র মধু ব্রীজের ওপর দিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান। তখন অন্য পূর্ন্যার্থীদের পদপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে তার সঙ্গিয় পূর্ন্যার্থীরা তার লাশ নিয়ে গ্রামের বাড়ি কান্দিতে চলে যায়।

এব্যাপারে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, নিহত সতীশ গত শনিবার ওড়াকান্দির স্নান উৎসবে যোগ দিতে বাড়ি থেকে রওনা হয়। পরে রোববার সকালে ঠাকুর বাড়ির প্রবেশ পথে মানুষের ভিড়ে পড়ে গিয়ে পদপৃষ্ট হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ পারিবারিক শ্মাশানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত ২০০৫ সালে এই স্নানোৎসব যোগ দিতে এসে পদদলিত হয়ে ৭ পূর্ন্যার্থী নিহত ও আরো অন্তত ৫০ পূর্ন্যার্থী আহত হয়েছিলেন।


(পিএম/এসপি/মার্চ ২৬, ২০১৭)