ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী রবিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে।  এতে জীবন জীবিকা নির্ভর প্রযুক্তি ভিক্তিক ব্যবসা নির্বাচন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা।

পাবনা জেলা চেম্বারের প্রতিনিধি মালা সাহা এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, প্রশিক্ষক নরেশ মধু, শাহিনুল ইসলাম এবং নকশি কাঁথার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন।

২৭শে মার্চ হতে ২৯শে মার্চ এবং ৩০শে মার্চ হতে ১লা এপ্রিল পর্যন্ত ৬দিন ব্যাপী এই প্রশিক্ষণে ৬০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।


(এসকেকে/এসপি/মার্চ ২৭, ২০১৭)