স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। এদিকে বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন ডাম্বুলাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে, অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে মাশরাফি বাহিনী। ২৬ মার্চ রবিবার অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন ডাম্বুলায়। বাংলাদেশ দলের হোটেলে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মিরাজ বলেন, “আশা করি, ডাম্বুলাতেই সিরিজ জিততে পারবো। যদি কোনো ভুল না হয় তাহলে আশা করি আমরাই জিতব।”

সিরিজের প্রথম ম্যাচ দুর্দান্ত জয় পেয়ে দ্বিতীয় ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে টাইগাররা। তবে এর প্রতিফলন মাঠেই দেখাতে চান মেহেদী হাসান মিরাজ। তিনি এই প্রসঙ্গে বলেন, “জেতার পর তো অবশ্যই ভালো লেগেছে। কিন্তু এখনো তো সিরিজ শেষ হয়নি। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারবো না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করবো।”

বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড় তামিম ইকবালের সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়াতে অনেক অনুপ্রাণিত মিরাজ। নিজের চোখে এমন কীর্তি দেখতে পেয়ে নিজেকে গর্বিতও তিনি। মিরাজ জানান, “তামিম ভাই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন, সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। চোখের সামনে এটা দেখতে পেরে আমি গর্বিত। সিনিয়রদের অর্জন দেখে জুনিয়ররাও অনুপ্রাণিত হচ্ছি।”

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।

(ওএস/এসপি/মার্চ ২৭, ২০১৭)