আরেকবার মা যুদ্ধে যাবো

বাংলার বুকে রক্ত-ক্ষরণ
সইছি দুঃখ-বেদনা
দোহাই লাগে প্রিয়তমা-মা
এমন করে কেঁদোনা!

ভাইয়ের প্রাণ, বোনের সম্ভ্রম
মূল্য দিয়েছি শত
তোকে রক্ষায় কখনোই মা
করিনি মাথা নত!

স্বাধীন করেও যেন মা তোকে
দিতে পারিনি দাম
তাইতো আজও আগলে রাখতে
ঝড়ছে রক্ত-ঘাম!

জানিনা কতটা ত্যাগস্বীকারে
মা হবিরে তুই মুক্ত
স্বাধীনতার পরে পরাধীন ভাবনা
কতটা যুক্তিযুক্ত!

পুরানো সেই হায়ানারাই আজ
নতুন রূপে দিচ্ছে হানা
চিরতরে ওদের শেষ করে দিতে
করিসনা মা তুই মানা!

আরেকবার মা যুদ্ধে যাবো
অনুমতি তুই দে
দেখি তোর বুকে রক্তক্ষরণ
করতে আসে কে!