স্টাফ রিপোর্টার : ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম সকাল ৯ টায় ধানমণ্ডিতে তার নিজ বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন । গুরুতর আহত হলে প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, গুলিবিদ্ধ এনামুল ধানমন্ডির ১০/এ এর ৪৬নং বাড়িতে বসবাস করতেন। সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ৯/এ পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে এ ব্যাপারে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত প্রচেষ্টা অব্যহত রয়েছে।

জানা গেছে, ঢামেক হাসপাতালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ আরো অনেকে উপস্থিত রয়েছেন ।

(ওএস/জেএ/জুন ১৯, ২০১৪)