স্টাফ রিপোর্টার : কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের শেয়ার দর। মঙ্গলাবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে সোমবার (২৭ মার্চ) এমআই সিমেন্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ থেকে কোম্পানিটির শেয়ারের দাম টানা বেড়েছে। ১৩ মার্চ এমআই সিমেন্টের শেয়ারের দাম ছিল ৮৩ টাকা ৩০ পয়সা। যা ২৩ মার্চ পর্যন্ত টানা বেড়ে ১০২ টাকা ২০ পয়সায় পৌঁছায়। ২৭ মার্চ লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দাম দাঁড়ায় ১০১ টাকায়।

মঙ্গলবারও প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের এই ধারা অব্যাহত ছিল। এদিন সর্বোচ্চ ১০৫ টাকায় লেনদেন হয়েছে এমআই সিমেন্টের শেয়ার।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০১৭)