স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন, সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমের ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করা হবে।  

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) গুলিবিদ্ধ শামীমকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় এটি একটি দুঃখজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ঘটনাস্থলে পুলিশ ডিউটিতে ছিল কিনা এবং দুবৃর্ত্তরা কিভাবে পালিয়ে গেল তা আমরা খতিয়ে দেখছি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ গাড়িতে গুলিবিদ্ধ হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম।

(ওএস/এইচআর/জুন ১৯, ২০১৪)