আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আয়ারল্যান্ডের একটি কারখানার কোকাকোলায় ‘মল-মুত্র’ পাওয়া গেছে। অবশ্য খবরে একে ‘মানব বর্জ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের সহায়তায় উত্তর আয়ারল্যান্ডের কোকাকোলা কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে বলেও জানান হয়েছে।

বেলফাস্ট টেলিগ্রাম গতকাল প্রথম এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, খালি বোতল এবং খোলা ক্যানে কোকাকোলা ভরার কাজ করা হয় এ কারখানায়। সাধারণভাবে খালি বোতল এবং ক্যান ব্রিটেন থেকে পাঠানো হলেও এবারের চালান জার্মানি থেকে আনা হয়েছে।

বোতল এবং ক্যান কোকাকলায় ভর্তি করার পর তাতে কথিত ‘মানব বর্জ্যের’ দুর্গন্ধ পাওয়া যায়। কারখানাটি পরিষ্কার করার জন্য ১৫ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

কোকাকোলার মুখপাত্রের বিবৃতিতে পানীয়তে কথিত ‘মানব বর্জ্য’ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দূষিত পানীয় বাজারজাত করা হয়নি বলেও দাবি করেন মুখপাত্র। তিনি জানান, পুলিশের সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০১৭)