স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রম অধিকার রক্ষা ও পোশাক খাতের সার্বিক পরিস্থিতি দেখতে তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের ৪ সদস্য।

ইউরোপীয় পার্লামেন্টের ৪ সদস্য হলেন লিন্ডা ম্যাকাভেন, আর্নে লেইতজ, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুস। তিন দিনের সফরে তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবেন ট্রেড ইউনিয়ন, অ্যাকর্ড ও আইএলওর প্রতিনিধিদের সঙ্গে।

এছাড়া তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কয়েকটি পোশাক কারখানা ঘুরে দেখবেন।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০১৭)