হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির তান্ডবে ফসলের ক্ষয়-ক্ষতি ও সীমান্তে আতংক বিরাজ করছে ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ধোপা ঝুড়ি, জখমকুড়া, কুচপাড়া ও বানাই চিড়িংগী পাড়া গ্রামে গত সোমবার বিকাল থেকে প্রায় ৩৫ টি ভারতীয় বন্য হাতীর তান্ডবে প্রায় ৫০ শতক বরো ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। নির্ঘুম আতংকের মধ্য দিয়ে রাত কাটাচ্ছে সীমান্ত জনপদের লোকজন।

স্থানীয়রা জানায়, ভারতীয় বন্য হাতির তান্ডবে বোরো আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির দল এখনো এলাকাতেই অবস্থান করছে, পরিবার পরিজনদের নিয়ে নির্ঘুম আতংকের মধ্য দিয়ে রাত কাটাচ্ছেন তারা ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন , বর্ডার গার্ড সদস্যদের ( বিজিবি ) টহলদল তাদেরকে হাতি তাড়াতে সহযোগিতা করছেন না। তিনটি ইউনিটের মাধ্যমে বিভক্ত হয়ে স্থানীয়রা ১০-১৫ জন করে টর্চ ও মশাল সহ পটকা ফুটিয়ে হাতী তাড়াচ্ছেন। সরকারি সহযোগিতা কামনা করেন তারা।

হাতির তান্ডবের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মোঃ আলমগীর পিপিএম, অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা, পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) মোহাম্মদ লাল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ , ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সুরুজ মিঞা,।

এ সময় আওয়ামী যুবলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ্ আলমসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, হাতীর আক্রমণে ক্ষয়ক্ষতির বিষয়ে সিমান্তের লোকজনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কিভাবে প্রতিরোধ গড়ে তোলাযায় সে বিষয়ে আলোচনা করেন । জানমালের নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের চাহিদা অনুযায়ী টহলদলের জন্য ১০ লিটার ডিজেল প্রায় শতাধিক টর্চ লাইট প্রতিদিন নগদ ১ হাজার টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে একটি জেনারেটর ও কিছু রেইন কোটের দাবী জানায় স্থানীয়রা।

(জেজি/এসপি/মার্চ ২৯, ২০১৭)