স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেছেন, রাজনৈতিকভাবে যারা আওয়ামী লীগেকে ধ্বংস করতে চায়, তারাই এ কে এম এনামুল হক শামীমকে গুলি করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ কে এম এনামুল হক শামীমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, গুলিবিদ্ধের ঘটনায় তারাই জড়িত, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগেকে ধ্বংস করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়।

চিকিৎসকের বরাৎ দিয়ে হানিফ আরো বলেন, তিনি এখন আশঙ্কামুক্ত।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা খতিয়ে বিষয়টি দেখছি। এনামুল হক শামীম গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কে এম এনামুল হক শামীম দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান।

উল্লেখ, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ধানমন্ডি সড়ক ১০ এর বাড়ি ৪৬ বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এ কে এম এনামুল হক শামীমকে লক্ষ্য করে চার/পাঁচ রাউন্ড গুলি করে। এতে তার হাতে গুলিবিদ্ধ হয়।

(ওএস/এটিআর/জুন ১৯, ২০১৪)